thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

ভারতের জি-বাংলা চ্যানেলে জলের গান

২০১৭ জানুয়ারি ০৯ ১৬:৪২:৪৫
ভারতের জি-বাংলা চ্যানেলে জলের গান

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারতের টিভি চ্যানেল জি-বাংলার অনুষ্ঠান ‘সা রে গা মা পা’তে গান করেছে বাংলাদেশের জনপ্রিয় গানের দল জলের গান। সোমবার (৯ জানুয়ারি) রাত ১০টায় অনুষ্ঠানটি প্রচার হবে। এই অনুষ্ঠানে ‘এমন যদি হত’ এবং ‘বকুল ফুল’ দুটি গান গেয়েছে জলের গানের শিল্পীরা।

গত ডিসেম্বরের শেষের দিকে এক সপ্তাহের সফরে ভারতে যায় জলের গান। ভারতের উদয়পুরে আন্তর্জাতিক শিল্পগ্রাম উৎসবে গান করে জলের গান। এছাড়াও উদয়পুর প্যালেসে ১টি ওপেন এয়ার কনসার্টে এবং নৈইহাটির লোক উৎসবে অংশ নেয় দলটি।

সেই সফরেই জি-বাংলার আমন্ত্রণে ‘সা রে গা মা পা’ অনুষ্ঠানে অংশ নেয় জলের গান। ধারণকৃত এই অনুষ্ঠানটি সোমবার রাতে প্রচার করা হবে। জলের গানের সদস্য জার্নাল এ তথ্য জানান।

জার্নাল বলেন, ‘গত ৩০ ডিসেম্বর জি-বাংলায় আমাদের দুটি গান রেকর্ড করা হয়। সেই গান দুটি আজ রাতে প্রচার হবে। অনুষ্ঠানটিতে মূলত দুই বাংলার শিল্পীরা গান করেছে। এপার বাংলা থেকে জলের গানকে আমন্ত্রণ জানিয়েছে চ্যানেলটি।’

(দ্য রিপোর্ট/পিএস/এফএস/জানুয়ারি ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর