thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮, ৮ আষাঢ় ১৪২৫,  ৬ শাওয়াল ১৪৩৯

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

জনসমুদ্র হবে জনসভা : কাদের

২০১৭ জানুয়ারি ০৯ ১৭:১৮:১৯
জনসমুদ্র হবে জনসভা : কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদকওবায়দুল কাদের।

সোমবার (০৯ জানুয়ারি) বিকেলে জনসভাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

১০ জানুযারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ওপ্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, আমরা আশা করছি আগামীকালের (মঙ্গলবার) লাখ লাখ জনতার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ঘটবে। এটি ঐতিহাসিক জনসভা হবে। লাখ লাখ মানুষের সমাগমে জনসমুদ্র ঘটবে।

বিএনপিকে সমাবেশের অনমুতি দেওয়া হয় না এমন অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সস্পাদক বলেন, ‘ডিএমপি সমাবেশের অনুমতি দিয়ে থাকে। তারা কেন সমাবেশের অনুমতি দেয়নি তারাই বলতে পারবেন। অতীতে দেখা গেছে বিএনপি শান্তিপূর্ণ কমর্সূচির কথা বলে পেট্রোলবোমা ছুঁড়ে মেরেছেন। হয়তো এমন কোনো তথ্য ছিল।’

জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের ২০তম কাউন্সিলের পর নেত্রীর এটা প্রথম জনসভা। তিনি নীতি নির্ধারণী, দিকনির্দেশামূলক বক্তব্য রাখবেন। উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাওয়া বাধা সাম্প্রদায়িক জঙ্গিরা। তাদের প্রতিহত করার আহ্বান জানাবেন। তাছাড়া সার্বিক বিষয়ে কথা বলেবেন।’

জনসভাস্থল পরিদর্শনের সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে আরও ছিলেন- আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ, ভূইয়া মো. মোজাম্মেল হক, জাহাঙ্গীর কবির নানক, আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এস/এপি/জানুয়ারি ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবররে