thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

২০১৭ জানুয়ারি ০৯ ২২:৪০:০৬
চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশী যুবক বকুল মণ্ডল (৩০) নিহতের ঘটনায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চ্যাংখালী সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিএসএফের নির্যাতনে বাংলাদেশী নাগরিক নিহতের ঘটনার তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। এ সময় ঘটনাটি তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, ৭ জানুয়ারি ভোররাতে দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশী যুবক বকুল মণ্ডল নিহত হন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই দিনই বিএসএফকে পত্র দেয় বিজিবি। ফলে ভারতীয় ১১৩ বিএসএফ ব্যাটালিয়ন পতাকা বৈঠকের আয়োজন করে।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক জসিম উদ্দিন ও ভারতের পক্ষে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার।

পতাকা বৈঠকে বাংলাদেশী যুবক নিহতের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় বিএসএফ।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/জানুয়ারি ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর