thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

বর্ষসেরা কোচ রানিয়েরি

২০১৭ জানুয়ারি ১০ ১০:১৫:২৯
বর্ষসেরা কোচ রানিয়েরি

দ্য রিপোর্ট ডেস্ক : ফিফা বর্ষসেরা কোচের পুরস্কারটি উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করানো দলের কোচ ক্লাওদিও রানিয়েরি। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সুইজারল্যান্ডরে জুরিখে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বর্ষসেরা কোচ হিসেবে রানিয়েরির নাম ঘোষণা করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক কোচ দিয়েগো মারাদোনা।

স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদদের কোচ জিনেদিন জিদান ও পর্তুগালকে প্রথমবারের মতো ইউরো কাপের শিরোপা জেতানো কোচ ফার্নান্দো সান্তোষকে পেছনে ফেলে এ শিরোপাটি নিজের দখলে নিয়েছেন রানিয়েরি।

আর মেয়েদের ফুটবলের সেরা কোচ নির্বাচিত হয়েছেন জার্মানিকে রিও অলিম্পিকের সোনা জেতানো সিলভিয়া নাইড।

২০১৪-১৫ মৌসুমে কোনোরকমে অবনমন এড়ানো লেস্টার গত মৌসুমে চমক দেখায় ফুটবল বিশ্বকে। রানিয়েরির অধীনে গত মৌসুমের শুরু থেকেই একের পর এক চমক দেখাতে শুরু করে। পুরো মৌসুমে লিগে মাত্র তিনটি ম্যাচে হারা দলটি সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে প্রথমবারের মতো ইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ে।

তবে এবার চলতি মৌসুমে লিগে লেস্টার ভালো করতে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক আসরেই দারুণ খেলছে তারা। গ্রুপ পর্বে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে ওঠে তারা।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/জানুয়ারি ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর