thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮, ৭ বৈশাখ ১৪২৫,  32 রজব ১৪৩৯

ইছামতি নদী থেকে লাশ উদ্ধার

২০১৭ জানুয়ারি ১০ ১২:৫৭:২৯
ইছামতি নদী থেকে লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় চান্দুড়িয়া সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে ইছামতি নদী থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

চান্দুড়িয়া বিজিবির কোম্পানি কমান্ডার আবুল কালাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ইছামতি নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। বিজিবি সদস্যরা এসে লাশ উদ্ধার করে দেখতে পায় তার গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো।

কেউ মেরে তার লাশ নদীতে ফেলে দিয়েছে কিংবা ভারত থেকে লাশটি ভেসে এসেছে-বলে ধারনা করা হচ্ছে।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/জানুয়ারি ১০, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে