thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

৫০ লাখ ছাড়িয়ে মমতাজের ‘লোকাল বাস’

২০১৭ জানুয়ারি ১০ ১৪:২৫:৪০
৫০ লাখ ছাড়িয়ে মমতাজের ‘লোকাল বাস’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজের গাওয়া ‘লোকাল বাস’ গানটি অনলাইনে প্রকাশের চার মাসের মাথায় ৫০ লাখেরও বেশি মানুষ দেখেছেন। ১০ জানুয়ারি দুপুরে গানটির ভিউ দেখা যায় ৫০ লাখ ১৪ হাজার ৭১৭ জন।

গানটির ভিডিও গত বছরের ২ সেপ্টেম্বর গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। এরই মধ্যে জিপি মিউজিকের জরিপে গত বছরের নতুন গানের মধ্যে ‘বেস্ট ড্যান্স সং অব দ্য ইয়ার’ বিভাগে সেরা হয়েছে প্রীতম ফিচারিং মমতাজ ও সাফায়েতের ‘লোকাল বাস’ গানটি।

‘বন্ধু তুই লোকাল বাস, ও বন্ধু তুই লোকাল বাস/ আদর কইরা ঘরে তুলস, ঘাড় ধইরা নামাস’- এমন কথার গানটি লিখেছেন গোলাম রাব্বানী ও লুৎফর হাসান। মমতাজের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রিতম হাসান।

গানের ভিডিও তৈরি করেছেন তানিম রহমান অংশু। মমতাজের পাশাপাশি সঙ্গীত পরিচালক প্রীতমকেও দেখা গেছে ভিডিওতে। অন্য মডেলরা হলেন— টয়া, অদিত, শাফায়েত ও সৌমিক। এফডিসিতে গানটির চিত্রায়ণ হয়েছে।

নৃত্য পরিচালনা করেছেন খালেদ মাহমুদ। গত রোজার ঈদে ‘লোকাল বাস’ গানটির অডিও প্রকাশ হয় গানচিল মিউজিক থেকে। এ গানের মাধ্যমেই প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হয়েছেন টয়া।

(দ্য রিপোর্ট/পিএস/এফএস/জানুয়ারি ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর