thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

সাদা পোশাকের অপেক্ষায় তাসকিন

২০১৭ জানুয়ারি ১০ ১৯:০৫:৫০
সাদা পোশাকের অপেক্ষায় তাসকিন

দ্য রিপোর্ট ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সফরকারী বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজেই টেস্ট অভিষেক হবে বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদের। যে টেস্ট অভিষেক নিয়ে এতদিন স্বপ্ন দেখেছেন তিনি। রোমাঞ্চ নিয়ে তাই এখন স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়েছেন ২১ বছর বয়সি এই ক্রিকেটার।

মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রথম টেস্টের ভেন্যু ওয়েলিংটনে বেসিন রিজার্ভের মাঠে এসে সাংবাদিকদের তাসকিন জানিয়েছেন নিজের স্বপ্নপূরণের কথা। বলেছেন, ‘টেস্ট অভিষেক হলে একটা স্বপ্ন পূরণ হবে।’

তবে নিজের টেস্ট অভিষেকটা নিউজিল্যান্ডের মাটিতে হচ্ছে দেখেই একটু বেশি রোমাঞ্চিত তাসকিন। এ প্রসঙ্গে সাংবাদিকদের তাসকিন বলেছেন, ‘নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে প্রথম টেস্ট খেলব, নিজেকে সৌভাগ্যবানই মনে হচ্ছে। তবে অন্য যেকোনো জায়গায় হলেও নিজেকে সৌভাগ্যবান ভাবতাম। কারণ, আমার টেস্ট খেলাটাই তো সৌভাগ্যের ব্যাপার।’

এদিকে, বেসিন রিজার্ভ মাঠের সবুজ উইকেট দেখে আরও বেশি আপ্লুত সিমিত ওভারের ম্যাচে সফল বোলার তাসকিন। কারণ তিনি মনে করেন, ঘাসযুক্ত আর শক্ত উইকেটই পেসবলের জন্যে সবচেয়ে বেশি উপযোগী। তাই, অভিষেক টেস্টটি স্মরনীয় করতে মুখিয়ে আছেন তাসকিন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বোলাররা উইকেট দেখে খুব খুশি। সবুজ ও শক্ত উইকেট। বোলিংয়ের জন্য ভালো। আমারও ভালো লাগছে। এই উইকেটে বোলিংটা উপভোগই করব।’

এসময় টেস্ট স্কোয়াডে সুযোগ পেতে নিজের পরিশ্রমের কথা তুলে ধরে তাসকিন বলেছেন, ‘টেস্টে সুযোগ পেতে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। বিসিবি থেকে শুরু করে দলের কোচিং-স্টাফরা সবাই অনেক সাহায্য করেছেন। আমার জন্য আলাদা প্রোগ্রাম পর্যন্ত করা হয়েছে। সেগুলো অনুসরণ করে বোলিং করার সক্ষমতা অনেক বাড়িয়েছি।’

চলমান সফরে কিউইদের বিপেক্ষ ইতিমধ্যে সিমিত ওভারে ৬ ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে স্বাগতিকদের কাছে তারা হেরেছে সবগুলো ম্যাচেই। এবার টেস্ট জয় নিয়ে অন্তত মান বাঁচাতে চায় টিম বাংলাদেশ। এ জন্যে এদিন নিজেদের বোলিং সক্ষমতার কথা গণমাধ্যমকে স্মরণ করিয়ে দিয়েছেন তাসকিন। তিনি বলেছেন, ‘আমাদের দলে বেশ কয়েকজন ভালো বোলার আছে। আমাদের বিশ্বাস, এই বোলিং শক্তি নিয়ে আমরা ভালো কিছুই করব। আমরা যে সেটি পারি, তা আগেও প্রমাণ করেছি।’

উল্লেখ্য, ২০১৪ সালের টি২০ বিশ্বকাপ স্কোয়াডে তাসকিনকে রাখা হলেও সেবার আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গণে অভিষেক হয়নি তার। তবে, সে বছরই ভারতের সঙ্গে ঘরের মাঠে আয়োজিত ওয়ানডে ও টি২০ সিরিজে সিমিত ওভারের ম্যাচে অভিষেক হয় তাসকিনের। এরপর থেকে এ পর্যন্ত ২৩টি ওয়ানডে ও ১৪টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে তিনি মোট উইকেট তুলে নিয়েছেন ৪৪ টি। যার মধ্যে ওয়ানডেতে রয়েছে ৩৫ টি আর টি২০ তে রয়েছে ৯টি উইকেট।

(দ্য রিপোর্ট/এজে/জানুয়ারি ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর