thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

পাসপোর্ট দালাল চক্রের ১৬ সদস্যকে কারাদণ্ড

২০১৭ জানুয়ারি ১০ ২১:১১:০০
পাসপোর্ট দালাল চক্রের ১৬ সদস্যকে কারাদণ্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে পাসপোর্ট দালাল চক্রের ১৬ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ আলী, উপ-পরিচালক মো. মাহবুব আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীর উপস্থিতিতে মঙ্গলবার (১০ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, পাসপোর্ট দালাল চক্রের মো. মজিবর শেখ (৪০) ও মো. নুরুজ্জামানকে (৩৬) তিনমাস করে কারাদণ্ড, মো. কুবাত শিকদার (৩৭), মো. খুরশেদ আলম (৩৭), মো. লিটন (৩৮) ও মো. খোরশেদ আলীকে (৩০) দুইমাস কারাদণ্ড, মো. ইউসুফ ওরফে ফোরকান (৫০), মো. নুরনবী (৩৮), মো. আবদুল হান্নান শেখ (৪২), মো. সাগর হোসেন (১৮), মো. সুজন শহীদ (১৭), মো. বাবুল (২৯) ও জোসনা আক্তারকে (৪০) একমাস কারাদণ্ড এবং মো. শফিকুর রহমান (৬১), মো. ফারুক (১৭) ও সামিউল আলমকে (৫০) ১৫দিন কারাদণ্ড প্রদান করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জেডটি/এনআই/জানুয়ারি ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর