thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে তীব্র পানি সংকট

২০১৭ জানুয়ারি ১০ ২১:৫৫:১১
ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে তীব্র পানি সংকট

ফরিদপুর প্রতিনিধি : শহরের ঝিলটুলী মহল্লায় অবস্থিত ৪০০ শয্যাবিশিষ্ট ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে গত চারদিন ধরে পানির সংকট চলছে। ফলে ওই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী, রোগীর স্বজনসহ কর্মকর্তা ও কর্মচারীরা পড়ছেন চরম দুর্ভোগে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পৌরসভা থেকে পর্যাপ্ত পানি সরবরাহ না করায় গত শনিবার থেকে পানি নেই হাসপাতালে। তবে সংকট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

ওই হাসপাতালে ডায়াবেটিস পরীক্ষা করতে আসা এক রোগী অভিযোগ করে বলেছেন, ‘আমি সোমবার (৯ জানুয়ারি) সকালে ১১৯ নম্বর কক্ষে রক্ত পরীক্ষা করার জন্য যাই। গিয়ে দেখি কক্ষে পানি নেই। শৌচাগারে গিয়েও পানি ব্যবহার করতে পারিনি। প্রতিটি শৌচাগারই নোংরা। সেগুলো সব আবর্জনায় পরিপূর্ণ হয়ে আছে।’

হাসপাতালের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর স্বজন অভিযোগ করেছেন, ‘গত শনিবার থেকে দিনের বেশির ভাগ সময় পানি সরবরাহ না করায় আমাদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। কর্তৃপক্ষকে জানিয়েও সমস্যার সমাধান পাইনি। অথচ অসুস্থ রোগী নিয়ে চলেও যেতে পারছি না।’

২০০০ সালে ২৫টি শয্যা নিয়ে ফরিদপুর ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে যাত্রা শুরু করে এ হাসপাতাল। বর্তমানে হাসপাতালের শয্যা সংখ্যা বেড়ে চারশতে উন্নীত হয়েছে। সমিতির উদ্যোগে ওই একই ভবনে ডায়াবেটিক মেডিকেল কলেজ নামে একটি কলেজও স্থাপন করা হয়েছে।

ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মজিবুর রহমান বলেছেন, ‘পৌরসভা থেকে ঠিকমতো পানি সরবরাহ না পাওয়ায় এর আগে পৌরসভার পানি সরবরাহ কেন্দ্র থেকে সরাসরি পাইপ বসিয়ে হাসপাতালের পানির সমস্যার সমাধান করেছিলাম। এখন তাতেও কাজ হচ্ছে না। এ এলাকার ভূগর্ভস্থ পানিতে মাত্রাতিরিক্ত আয়রন থাকায় নলকূপ দিয়ে পানি তুলে সমস্যার সমাধান করা যবে না। সমস্যার স্থায়ী সমাধানের জন্য হাসপাতালের উদ্যোগেই পানি সরবরাহের প্লান্ট স্থাপন করতে হবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি।’

ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী বলেছেন, ‘পানি শোধনে ব্যবহৃত পাথর (যা দিয়ে আয়রন কাটা হয়) পরিবর্তনের কাজ চলছে, ফলে পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে।’

তিনি আরও বলেছেন, ‘ডায়াবেটিক হাসপাতালের পানির চাহিদা অপরিসীম। পানি সরবরাহ কেন্দ্র থেকে সরাসরি সংযোগ দিয়ে আড়াই ঘন্টা সময় ধরে ওই হাসপাতালে পানি সরবরাহ করে সংকট নিরসনের জন্য কাজ চলছে।’

(দ্য রিপোর্ট/এমএইচএ/জেডটি/এনআই/জানুয়ারি ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর