thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮, ৭ বৈশাখ ১৪২৫,  32 রজব ১৪৩৯

বিদায়ী ভাষণে ওবামা

যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি শক্তিশালী

২০১৭ জানুয়ারি ১১ ০৯:৩৬:৩৯
যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি শক্তিশালী

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্র আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে দাবি করেছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ও বাংলাদেশ সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর দায়িত্ব পালনের সর্বশেষ ভাষণে তিনি এ দাবি করেন।

যুক্তরাষ্ট্রে এখনো বর্ণবাদ আছে বলে স্বীকার করেন ওবামা। তিনি বলেন, বর্ণবাদের বিরুদ্ধে সবার আরও অনেক কিছু করার আছে। তারপরও বিভিন্ন জাতিগোষ্ঠী (অভিবাসী) যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করেছে।

টানা দুইবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের পর আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বারাক ওবামা। দুই বার নির্বাচিত ৫৫ বছর বয়সী এই প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের সময় পরিবর্তনের অঙ্গীকার করে এসেছিলেন। তিনি আট বছর প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে দায়িত্ব পালন করেন।

প্রচণ্ড শীতের মধ্যে বিদায়ী প্রেসিডেন্টের এ ভাষণ শুনতে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছেন। ওবামার একনিষ্ঠ ভক্তরা আগে থেকেই প্রচণ্ড শীত উপেক্ষা করেও টিকিট সংগ্রহ করেছেন।

নিজের আট বছরের শাসনামলের সফলতার কথা উল্লেখ করতে গিয়ে ওবামা অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধার, কিউবার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গ টানেন।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/জানুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবররে