thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮, ১০ বৈশাখ ১৪২৫,  35 রজব ১৪৩৯

মাতা-ফেলাইনি নৈপুণ্যে ম্যানইউ’র জয়

২০১৭ জানুয়ারি ১১ ১২:০৬:৩৩
মাতা-ফেলাইনি নৈপুণ্যে ম্যানইউ’র জয়

দ্য রিপোর্ট ডেস্ক : ইংলিশ লিগ কাপের (ক্যাপিটাল ওয়ান কাপ) সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। হুয়ান মাতা ও মারুয়ানি ফেলাইনি নৈপুণ্যে এই টুর্নামেন্টের ফাইনালের অনেক কাছেই পৌঁছে গিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা।

মঙ্গলবার রাতের এ ম্যাচে ম্যানইউ ২-০ গোলে জয় তুলে নিয়েছে। দলে গোল দুটি করেছেন মাতা ও ফেলাইনি। ম্যাচটিতে অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটির প্রথমার্ধে দুই দলই গোলশূন্য থাকে। বিরতির পর দলকে লিড এনে দেন মাতা। ৫৬ মিনিটে গোলের দেখা পান এই স্প্যানিশ তারকা। আর খেলা শেষ হওয়ার ঠিক তিন মিনিট আগে দলের ব্যবধান দ্বিগুণ করেন ফেলাইনি।

দুই গোলে এগিয়ে থাকায় বাড়তি সুবিধা নিয়ে হাল সিটির মাঠে নামবে ম্যানইউ। আগামী ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) ফিরতি পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়।

(দ্য রিপোর্ট/এনপিএস/এম/জানুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবররে