thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮, ১০ বৈশাখ ১৪২৫,  35 রজব ১৪৩৯

বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে ১০ কিলোমিটার যানজট

২০১৭ জানুয়ারি ১১ ১৩:১২:২১
বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে ১০ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া থেকে বঙ্গবন্ধুর সেতু পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়া ও বিভিন্ন স্থানে ৪টি সড়ক দুর্ঘটনায় এ যানজটের কারণ বলে জানিয়েছে পুলিশ।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এসআই হাবিবুর রহমান জানান, সকাল থেকেই উত্তরবঙ্গগামী গাড়ির চাপ বেড়ে যায়। এ ছাড়া বঙ্গবন্ধু সেতুর ওপরসহ অন্যান্য স্থানে অন্তত ৪টি মালবাহী ট্রাক দুর্ঘটনার শিকার হয়। এ সময় সেতুর পূর্বপাশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুপুরের পর পর যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও তিনি জানান।

(দ্য রিপোর্ট/এম/এনআই/জানুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে