thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ব্রেক্সিটে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরি হবে: লন্ডনের মেয়র

২০১৭ জানুয়ারি ১১ ১৫:৫৯:৩৩
ব্রেক্সিটে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরি হবে: লন্ডনের মেয়র

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিটের কারণে বাংলাদেশে বিনিয়োগ সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন লন্ডনের ব্রেন্ট শহরের বাংলাদেশি বংশোদ্ভুত মেয়র পারভেজ আহমদ।

সচিবালয়ে বুধবার (১১ জানুয়ারি) তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ব্রেক্সিটের কারণে ব্রিটেনের কিছু ক্রাইসিস তৈরি হবে জানিয়ে মেয়র পারভেজ বলেন, ‘সেক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশিদের জন্য কিছু অপরচুয়েনিটি (সুযোগ) আসছে। যদিও আমরা এটা নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে আছি। আমাদের চিন্তায় ছিল না, আমরা (ব্রিটেন) ইইউ থেকে বেরিয়ে যাব। সব তো হয়ে গেছে, আজ হোক কাল হোক এটা হবে। সেই হওয়াতে আমরা বাংলাদেশিরা বাংলাদেশ থেকে কিভাবে বেনিফিট নিতে পারি, সে চিন্তা করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা ব্রিটিশ-বাংলাদেশি, আমরাও বাংলাদেশ থেকে কিভাবে বেনিফিট পেতে পারি সেই জিনিসটিও আমাদের ডেভেলপ করতে হবে। রাইট টাইমে রাইট জিনিসিটি করতে না পারলে আমরা পেছনে পড়ে যাব।’

মেয়র বলেন, ‘বিনিয়োগের বিরাট একটি সুযোগ আছে এখন। ব্রিটেন যদি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে চলে আসে, তবে বাংলাদেশে ব্রিটেনের বিনিয়োগের বড় সুযোগ তৈরি হবে। তবে সমস্যা একটাই-যেটা আমি ফিল করি, প্রথম যখন বাংলাদেশে আসি রাস্তাঘাটে বের হওয়ার পর বা এয়ারপোর্টে কিছু ছোট ছোট বিষয় (সমস্যা)।’

‘ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এগুলো খুব বড় কোন বিষয় নয়, কিন্তু ছোট ছোট এ বিষয়গুলো অনেক সময় বড় হয়ে যায়। এগুলো কীভাবে ইম্প্রুভ করা যায়?’ বলেন পারভেজ আহমেদ।

ব্রেন্ট শহরের মেয়র বলেন, ‘আমাদের সার্ভিসগুলো ইম্প্রুভ (উন্নত) করতে হবে। এটা করতে হলে আমাদের কিছু জিনিস সেখানে করতে হচ্ছে। রাইট পারসনকে রাইট জবে দিতে হবে। এগুলোই আমরা তুলে (তথ্যমন্ত্রীর নিকট) ধরেছি।’

তিনি আরও বলেন, ‘এখনও বৃটেনে মানুষের দরকার। রাইট স্কিল পারসন দরকার আছে প্রত্যেকটি সেক্টরে। কারি শিল্পে ইউরোপীয়ান লোক দিয়ে চলবে না।’

তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, যারা যুক্তরাজ্যে আছেন তাদের শিক্ষায় সমস্যা, চাকরির সমস্যা, কর্মের সমস্যা, বিনিয়োগের সমস্যা দেখা বাংলাদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্বের অংশ হিসেবে আজ মেয়র সাহেবের সঙ্গে বৈঠকটা আমাদের প্রবাসীদের সম্পর্কে বাংলাদেশের নীতি-নির্ধারণে সাহায্য করবে।’

যুক্তরাজ্যের সফল বাংলাদেশিদের প্রচারণার ক্ষেত্রে বিটিভি ও তথ্য মন্ত্রণালয় বিশেষ ভূমিকা রাখবে জানিয়ে ইনু বলেন, ‘যাতে বাংলাদেশের জনগণ বোঝে কীভাবে ওখানকার (যুক্তরাজ্য) স্থানীয় সরকার চলছে, কীভাবে বাংলাদেশিরা নির্বাচিত হচ্ছেন, সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কীভাবে কারি ইন্ডাস্ট্রি প্রসার লাভ করেছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রবাস থেকে বাংলাদেশে এলে প্রবাসীরা কী ভূমিকা রাখে এবং কী সমস্যার সম্মুখীন হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেটা দরদের সঙ্গে দেখবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের অর্থনীতি যতটুকু চাঙ্গা হয়েছে, এর গুরুত্বপূর্ণ তিনটি খুঁটির একটি খুঁটি হচ্ছে প্রবাসীরা। অপর দুটি খুঁটি হচ্ছে পোশাক শিল্প ও গ্রামের চাষীরা।’

বাংলাদেশের প্রবাসীদের ‘স্বর্ণ প্রবাসী’ নাম দিয়েছেন জানিয়ে জাসদ সভাপতি বলেন, ‘স্বর্ণ প্রবাসীরা যখন বাংলাদেশে আসবেন, তাদের পরিবার যাতে স্বাচ্ছন্দ্যে আসতে পারেন, থাকতে পারেন, সেটা দেখার দায়িত্ব আমাদের। এ ব্যাপারটা গণমাধ্যমেরও দেখার দায়িত্ব।’

তিনি বলেন, ‘স্বর্ণ প্রবাসীদের পাশে তথ্য মন্ত্রণালয় থাকবে তার প্রচার ভূমিকা নিয়ে।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এস/এমকে/জানুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর