thereport24.com
ঢাকা, শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২ ফাল্গুন ১৪২৪,  ৮ জমাদিউস সানি ১৪৩৯

বঙ্গবন্ধুর সেতুর পূর্বপ্রান্তে গাড়ি চলাচলে স্বাভাবিকতা

২০১৭ জানুয়ারি ১১ ১৬:৩৪:৪৬
বঙ্গবন্ধুর সেতুর পূর্বপ্রান্তে গাড়ি চলাচলে স্বাভাবিকতা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া থেকে বঙ্গবন্ধুর সেতু পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার যানজটের অবসান হয়েছে। বুধবার বিকেলে তিনটার দিকে গাড়ির চাপ কমে গিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

বুধবার সকাল থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ও বিভিন্ন স্থানে ৪টি সড়ক দুর্ঘটনায় এ যানজটের সৃষ্টি হয়েছিল।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এসআই হাবিবুর রহমান জানান, সকাল থেকেই উত্তরবঙ্গগামী গাড়ির চাপ বেড়ে যায়। এ ছাড়া বঙ্গবন্ধু সেতুর ওপরসহ অন্যান্য স্থানে অন্তত ৪টি মালবাহী ট্রাক দুর্ঘটনার শিকার হয়। এ সময় সেতুর পূর্বপাশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তবে দুপুরের পর পর বিকেল তিনটার দিকে যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়।

(দ্য রিপোর্ট/এপি/জানুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে