thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ জুন ২০১৮, ১২ আষাঢ় ১৪২৫,  ১০ শাওয়াল ১৪৩৯

সাল্লু মিয়া এবার গানের ব্যবসায়

২০১৭ জানুয়ারি ১১ ১৬:৩৯:১৯
সাল্লু মিয়া এবার গানের ব্যবসায়

দ্য রিপোর্ট ডেস্ক : অভিনয়ের পাশাপাশি গায়ক এবং প্রযোজকের ভূমিকায় ইতোমধ্যেই ধরা দিয়েছেন সালমান খান। এবার আরও একটি দিক প্রকাশ্যে আসতে চলেছে বলিউড সুপারস্টারের। শীঘ্রই নিজের মিউজিক কোম্পানি চালু করতে চলেছেন সাল্লু মিয়া।

গানের প্রতি তার ভালোবাসার প্রমাণ মিলেছে কিক, হিরোর মতো ছবিতে। নিজের গলায় গান গেয়ে ফ্যানদের মন জয় করেছেন এই সুপারস্টার। ‘ম্যায় হুঁ হিরো তেরা’, ‘হ্যাংওভার’-এর মতো গানগুলো সুপারহিট হয়েছে।

এবার শোনা যাচ্ছে, সালমানের আপকামিং ছবি ‘টিউবলাইট’-এর মিউজিক লঞ্চ দিয়েই কোম্পানির উদ্বোধন হবে। বাকি মিউজিক কোম্পানিগুলোর থেকে বলি তারকার কোম্পানির কিন্তু এক জায়গায় বড়সড় পার্থক্য রয়েছে।

জনপ্রিয় তারকা সংগীত শিল্পীরা গাইবেনই, উঠতি গায়ক-গায়িকাদেরও প্লে-ব্যাকের সুযোগ করে দেবে এই কোম্পানি। শুধু প্রতিভা থাকলেই হবে। তা খুঁজে বের করার ব্যবস্থা করবে কোম্পানি নিজেই। অর্থাৎ আগামীদের বলিউডে অভিষেক ঘটানোর সুবর্ণ সুযোগ করে দিচ্ছেন সালমান।

‘এক থা টাইগার’ এবং ‘বজরঙ্গি ভাইজান’-এর পর টিউবলাইট ছবিতে পরিচালক কবীর খানের সঙ্গে তৃতীয়বার জুটি বাঁধছেন সালমান। ২০১৭-র ইদে মুক্তি পাবে ছবিটি। যাতে এক ঝলক দেখা মিলবে বলিউড বাদশা শাহরুখেরও।

ইতোমধ্যেই মুক্তি পেয়েছে টিউবলাইট-এর পোস্টার। সালমানের ছবির মতোই তার ছবির গানগুলোও সুপারহিট বরাবরই হয়। ব্র্যান্ড নিউ মিউজিক কোম্পানিও হিট গান দিয়ে সফর শুরু করতে প্রস্তুত।

(দ্য রিপোর্ট/এফএস/জানুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে