thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮, ৭ আষাঢ় ১৪২৫,  ৬ শাওয়াল ১৪৩৯

বৈশাখীতে গাইবেন মুহিন ও নদী

২০১৭ জানুয়ারি ১১ ১৯:৩৯:৫১
বৈশাখীতে গাইবেন মুহিন ও নদী

দ্য রিপোর্ট প্রতিবেদক : বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’ তে সরাসরি গান গাইবেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মুহিন ও নদী। অনুষ্ঠানটি ১৩ জানুয়ারি (শুক্রবার) রাত ১১টায় প্রচারিত হবে ।

ক্লোজআপ ওয়ানখ্যাত তারকা মুহিন ও সেরাকণ্ঠখ্যাত তারকা নদী অনুষ্ঠানে তাদের জনপ্রিয় গানগুলো শোনাবেন। দর্শকরা টেলিফোন এবং এসএমএস’র মাধ্যমে পছন্দের গানের অনুরোধ জানাতে পারবেন। জানাতে পারবেন মতামতও।

‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানটি প্রযোজনা করবেন এস আলী সোহেল ও আব্দুল্লাহ আল মামুন।

(দ্য রিপোর্ট/পিএস/এপি/জানুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে