thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

‘দর্শক-শ্রোতা’ সংগঠনের আত্মপ্রকাশ

২০১৭ জানুয়ারি ১১ ১৯:৪৩:৪৭
‘দর্শক-শ্রোতা’ সংগঠনের আত্মপ্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ‘দর্শক-শ্রোতা’ (এসোসিয়েশন অব ফিল্ম-টেলিভিশন ভিউয়ার্স অ্যান্ড রেডিও লিসেনার্স) নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির আহ্বায়ক শহীদুল আলম সাচ্চু। রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে ১১ জানুয়ারি সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জিয়াউল হাসান কিসলু, খন্দকার সাইফুল ইসলাম, সেলিম আহমেদ, রুবেল শংকর, সাহিদা শারমীন মিশু প্রমুখ।

সংগঠনটির আহ্বায়ক ও জনপ্রিয় অভিনেতা শহীদুল আল সাচ্চু দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে ‘দর্শক-শ্রোতা (এসোসিয়েশন অব ফিল্ম-টেলিভিশন ভিউয়ার্স এন্ড রেডিও লিসেনার্স)’ নামে সংগঠনটি আত্মপ্রকাশ করেছে। দেশের দর্শক-শ্রোতাদের মুখপাত্র হিসেবে এই অঙ্গনের উন্নয়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে ‘দর্শক-শ্রোতা’। ’

তিনি আরো বলেন, ‘আমাদের জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ চলচ্চিত্র, টেলিভিশন ও রেডিও। একটা সময় ছিল যখন আমাদের দেশের সিনেমা হলগুলোতে ছিল উপচেপড়া দর্শক। টেলিভিশনের অনুষ্ঠান দেখার জন্য পাশের দেশের দর্শকরা অপেক্ষা করতো অধীর আগ্রহে, রেডিওর শ্রোতা ছিল শহর-বন্দর-গ্রাম সর্বত্র। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নানাবিধ কারণে সে অবস্থাটি আর নেই।’

সাচ্চু বলেন, ‘গণমাধ্যমসমূহের মূল শক্তি হচ্ছে দর্শক-শ্রোতা। বাংলাদেশের দর্শক-শ্রোতাদের সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য কোন প্লাটফর্ম এখনো গড়ে ওঠেনি। আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং স্ব স্ব দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র, টেলিভিশন এবং রেডিওর হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে আরো উন্নয়ন ঘটানো সম্ভব। এজন্য সংশ্লিষ্ট সকলের মতো দর্শকদেরও সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন। দেশব্যাপী দর্শক-শ্রোতাদের সার্বজনীন ও গ্রহণযোগ্য একটি সংগঠন এই সময়ে খুবই অপরিহার্য।’

(দ্য রিপোর্ট/পিএস/এপি/জানুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর