thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

অপরাজিত মুমিনুলের হাফসেঞ্চুরি

২০১৭ জানুয়ারি ১২ ১৩:০৬:২৮
অপরাজিত মুমিনুলের হাফসেঞ্চুরি

দ্য রিপোর্ট ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হাফসেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট খ্যাত ব্যাটসম্যান মুমিনুল হক। যেটি তার টেস্ট ক্যারিয়ারের ১১তম হাফসেঞ্চুরি। দিনশেষে তিনি অপরাজিত রয়েছেন ৬৪ রানে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) শুরু হয়েছে স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে যেখানে নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে সফরকারীরা সংগ্রহ করেছে ১৫৪ রান।

ম্যাচের চতুর্থ ওভারে খেলতে নেমে এখন পর্যন্ত ইনিংস সর্বোচ্চ ৬৪ রানে অপরাজিত রয়েছেন মুমিনুল। শুরুতে ইমরুল কায়েসের উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে এদিন মূলত টেনে তোলেন মুমিনুল। ওপেনার তামিম ইকবালের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ার পর মাহমুদউল্লাহর সঙ্গে জুটি গড়ে তুলে নেন ক্যারিয়ারের ১১ তম হাফসেঞ্চুরি। ৭৯ বল খরচ করে এই ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৯টি চার ও ১টি ছক্কা।

উল্লেখ্য, এর আগে টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ১৮১ রানের ইনিংসটি মুমিনুল খেলেছেন এই নিউজিল্যান্ডের বিপক্ষে। যেটি ছিল চিটাগাংয়ের মাটিতে ২০১৩ সালে।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জানুয়ারি ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর