thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

এমপি লিটন হত্যায় প্রধান সন্দেহভাজন গ্রেফতার

২০১৭ জানুয়ারি ১২ ১৩:৩৪:৪৪
এমপি লিটন হত্যায় প্রধান সন্দেহভাজন গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় প্রধান সন্দেহভাজন আসামি আশরাফুলকে গ্রেফতার করেছে র‌্যাব-১। এ সময় জহিরুল ইসলাম নামে তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। বুধবার (১১ জানুয়ারি) রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া প্রধান সন্দেহভাজন আশরাফুল সুন্দরগঞ্জ থানা জামায়াতের আমির হাজী ইউনুসের ছেলে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উংইয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের শাহাবাজ গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন এমপি লিটন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।

এমপি লিটন হত্যায় জামায়াত জড়িত বলে শুরু থেকেই আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল। ইতোমধ্যে এ মামলায় জামায়াত শিবিরের নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এমএসআর/এমকে/এনআই/জানুয়ারি ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর