thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ইজতেমায় ৫ স্তরের নিরাপত্তা

২০১৭ জানুয়ারি ১২ ১৪:৩৭:৩১
ইজতেমায় ৫ স্তরের নিরাপত্তা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আয়োজিত বিশ্ব ইজতেমা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ইজতেমার আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

বৃহস্পতিবার সকালে ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার মো. হারুন অর রশীদ।

তিনি বলেন, ইজতেমা সার্বিকভাবে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য গতবারের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। খিত্তায় খিত্তায় সাদা পোশাকের পুলিশ মোতায়েনসহ পুরো ময়দান সিসিটিভি ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হবে এবারের ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। প্রথম পর্বের তিন দিনের ইজতেমায় শরিক হবেন ১৬ জেলার মুসল্লিরা। ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের ইজতেমায় শরিক হবেন ১৬ জেলার মুসল্লি। তাদের সঙ্গে ইজতেমার দুই পর্বেই শরিক হবেন প্রায় ১০০ দেশের তাবলীগের বিদেশি মেহমান।

(দ্য রিপোর্ট/এম/এআরই/জানুয়ারি ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর