thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

রাজনৈতিক সংশ্লিষ্টতায় চাকরি থাকবে না : আরাস্তু খান

২০১৭ জানুয়ারি ১২ ১৭:৪৯:৪৯
রাজনৈতিক সংশ্লিষ্টতায় চাকরি থাকবে না : আরাস্তু খান

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক সংশ্লিষ্টতা পেলে ইসলামী ব্যাংকের কর্মীদের চাকরি থাকবে না বলে জানিয়েছেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান আরাস্তু খান। সচিবালয়ে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে নতুন চেয়ারম্যান সাংবাদিকদের এ কথা জানান।

ইসলামী ব্যাংক শুরু থেকেই জামায়াত নেতাদের মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছিল। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জামায়াতের শীর্ষ নেতাদের বিচার করা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিভিন্ন সময়ে ব্যাংকটির সমালোচনা করেছে। এবারই প্রথম ব্যাংকটির পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন এনে সাবেক সচিব আরাস্তু খানকে চেয়ারম্যান করা হলো।

ইসলামী ব্যাংকে অনেকে চাকরি হারানোর ভয়ে আছে- একজন সাংবাদিক জানতে চাইলে আরাস্তু খান বলেন, ‘আমি সবাইকে বলেছি, উই আর নট গোয়িং টু... উইচ হান্টিং (ভিন্ন মতাবলম্বীদের খুঁজে বের করে নির্যাতন) করে কারো চাকরি খাওয়ার ইচ্ছা আমাদের নেই।’

তিনি বলেন, ‘দিস ইজ ভেরি গুড ব্যাংক, পারফরমেন্স ইজ ভেরি গুড। কিন্তু তাদের চাকরি থেকে সরাবো যদি পলিটিক্যাল কোন ইনক্লিনেশন (ঝোঁক) দেখা যায় তারা এখনও করছে। ওই ধরনের হলে তো উই হ্যাভ নট অ্যালাউ দ্যাট। কিন্তু এমনি কোন কারণে তাদের চাকরি...উই হ্যাভ গ্যারান্টেড, নট গ্যারান্টেড উই অ্যাসিউরড দেম।’

‘যদি দেখা যায় পলিটিক্যাল অ্যাসপিরিশন (অভিলাষ) আছে, আমরা এটা চাই না। আমরা প্রফেশনাল হতে চাই।’

অনেকে বলছেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় পরিবর্তনের বিষয়টি রাজনৈতিক হস্তক্ষেপ- একজন সাংবাদিক এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এটা চেইঞ্জ অব গার্ডস। না, এটা রাজনৈতিক কিছু নয়।’

তিনি দায়িত্ব নেওয়ার পর ইসলামী ব্যাংকে ব্যাপক রদবদলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বলেন, ‘সকাল বেলা আমার স্পেসিফিকলি বলেছি এটা ভেরি ভেরি নরমাল রদবদল। জানুয়ারি মাসে যে কোন রদবদল হয়। অ্যান্ড দে আর অল হ্যাপি অ্যাবাউট ইট। আপনি চেক করে দেখতে পারেন। আশঙ্কার (ইসলামী ব্যাংক নিয়ে) কিছু নেই। বোর্ড ইজ সলিডলি ইউনাইটেড’ বলেন আরাস্তু খান।

অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে নতুন চেয়ারম্যান বলেন, ‘তিনি (অর্থমন্ত্রী) আমার কাছে জানতে চেয়েছেন ব্যাংকের ফাইন্যান্সিয়াল হেলথ কি রকম আছে। আপনারা সবাই জানেন ব্যাংক খুবই ভাল করছে। এর পারফরমেন্স এক্সিলেন্স। প্রায় দুই হাজার তিন কোটি টাকা গত বছরের প্রফিট।’

ব্যাংকের বিভিন্ন ইতিবাচক সূচকের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘ইসলামী ব্যাংকের এ অবস্থায় তিনি (অর্থমন্ত্রী) খুশি হয়েছেন।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/জানুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর