thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বিএনপিকে ধৈর্য ধরে অপেক্ষার আহ্বান নাসিমের

২০১৭ জানুয়ারি ১৪ ১৪:৫৮:৩৮
বিএনপিকে ধৈর্য ধরে অপেক্ষার আহ্বান নাসিমের

দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন ও আগামী জাতীয় নির্বাচনের জন্য ধৈর্য ধরে বিএনপিকে অপেক্ষা করতে বলেছেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে মোহম্মাদ নাসিম বলেন, ‘আপনারা ধৈর্য দেখিয়েছেন গত এক বছর, আরও ধৈর্য দেখান। নির্বাচন (আগামী জাতীয় সংসদ নির্বাচন) পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করে থাকুন। নির্বাচনে অংশ গ্রহণ করুন, এটা আমরা চাই। নির্বাচন হবে, একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে চাই আমরা।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি বলেছেন, তিনি সবার মতামতের ভিত্তিতে শক্তিশালী, নিরপেক্ষ ইসি গঠন করে সাংবিধানি দায়িত্ব তিনি পালন করবেন।’

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় আওয়ামী লীগসহ যে রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে ১৪ দলের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানান নাসিম।

তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী গত বছর আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তার দক্ষতার সঙ্গে জঙ্গি দমন করেছেন। এবং দেশেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনে থেকে নেতৃত্বে দিচ্ছেন।’

তিনি বলেন, ‘আমাদের বৈঠকে আলোচনা হয়েছে, অসস্প্রদায়িক দেশ গড়ে তুলার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাব, ১৪ দল সহযোগী শক্তি হিসেবে কাজ করে যাবে।’

১৪ দলের পক্ষ থেকে আগামী ২০ ও ২১ জানুয়ারি বগুড়া এবং রংপুরে গরীব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে বলেও জানান নাসিম।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মধ্যে ভাঙ্গনের ষড়যন্ত্র চলছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে নাসিম বলেন, ‘১৪ দলে হচ্ছে আমাদের মহাসম্মেলন আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা চীরদিন এক সঙ্গে কাজ করে যাব। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তবে সবাই আমরা ১৪ দলকে ঐক্যবদ্ধ রাখব।’

অপর এক প্রশ্নের জাবাব তিনি বলেন, ‘১৪ দল এখন ব্র্যান্ড হয়ে গেছে। এটা বাড়তে পারে, কম কোনো প্রশ্নই আসে না।’

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে বৈঠক আরও অংশ নেন-জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাসদের আরেক অংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানসহ ১৪ দলের নেতারার। এছাড়াও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন- মাহবুল উল আলম হানিফ, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, বিপ্লব বড়ুয়া, এমএম কামাল, মুকুল বোস প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এস/এআরই/জানুয়ারি ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর