thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

রাজনীতিতে উত্থান-পতন থাকাটা কৌশল : ফখরুল

২০১৭ জানুয়ারি ১৪ ১৫:৪৯:৪২
রাজনীতিতে উত্থান-পতন থাকাটা কৌশল : ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনীতিতে উত্থান-পতন থাকাটা কৌশল এমনটা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবারেই বিএনপি রাজপথে এসেছে। তাই সময় সুযোগ মতো আবারো রাজপথে আন্দোলনে নামবো।

তিনি বলেন, ‘উই আর কমিটেড ফাইট টু দ্য লাস্ট অর্থ্যাৎ আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং জিয়াউর রহমানের আর্দশ বাস্তবায়নে জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করবো। খালেদা জিয়ার নেতৃত্বের ওপর আস্থা রাখুন, ইনশাআল্লাহ গণতন্ত্রের বিজয় হবেই।’

শনিবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হল রুমে ‘জ্যোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যেখানে এই সরকার তার ফ্যাসিস্ট বাহিনী দিয়ে নির্মম অত্যাচার, নির্যাতন-নিপীড়ন চালিয়ে বিএনপিকে ধ্বংস করার কাজ করছে, সেখানে একটি কথা না বললেই নয়, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে লড়াই করছে সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। যারা বিগত দিনে বিএনপির হাজারো নেতাকর্মীকে গুম, খুন এবং পঙ্গু করেছে।’

তিনি বলেন, বিএনপি মানেই আসামি। বিএনপি মানেই তাকে মিথ্যা মামলায় কাঠগড়ায় দাঁড়াতে হবে নতুবা রাতের অন্ধকারে পালিয়ে বেড়াতে হবে। বিএনপি এবং বাংলাদেশ একটি অবিচ্ছেদ্য অংশ, কাজেই আজকে দেশের যে সঙ্কট তাকে শুধু বিএনপির সঙ্কট বলা যাবে না।

জিয়াউর রহমানকে একজন ব্যতিক্রমী মানুষ দাবি করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান শুধু বিএনপির নয়, তিনি এই দেশের ক্রান্তিলগ্নে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন এমন একটি বিশেষ মুহূর্তে যখন রাজনৈতিক নেতারা তাদের অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। তাই সেই মানুষকে (জিয়া) অস্বীকার করা বা খাটো করার অপচেষ্টা করা জিয়াউর রহমানকে নয় বরং দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে খাটো করা।’

ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বাংলাদেশ নামক সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, শিক্ষাবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক ড. মাহফুজ উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল লতিফ মাসুম, জাসাসের সভাপতি এমএ মালেক প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এস/এইচ/জানুয়ারি ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর