thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

বিজয় দিবস টেনিসের উদ্বোধন

২০১৭ জানুয়ারি ১৪ ২০:০৩:৩৭
বিজয় দিবস টেনিসের উদ্বোধন

দ্য রিপোর্ট প্রতিবেদক : শনিবার (১৪ জানুয়ারি) রাজধানীর রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে এআইইউবি বিজয় দিবস টেনিস টুনামেন্ট। বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় যা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টর উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি শাহরিয়ার আলম।

প্রথমবারের মতো স্থানীয়ভাবে আয়োজিত কোনো প্রতিযোগিতায় এবারই সবচেয়ে বেশি প্রাইজমানির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। যেখানে পুরুষ ও মহিলা বিভাগের চ্যাম্পিয়ন, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে দেওয়া হবে ২ লাখ ৩২ হাজার টাকা প্রাইজমানি।

প্রতিযোগিতায় পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক অনূর্ধ্ব-১৬ বছর এবং বালক-বালিকা একক অনূর্ধ্ব-১৪ বছর, অনূর্ধ্ব-১২ বছর, অনূর্ধ্ব-১০ বছর ও অনূর্ধ্ব-৮ বছরসহ ১৩ ইভেন্টে ১৯টি দল হতে মোট ২১৫ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

(দ্য রিপোর্ট/এজে/জানুয়ারি ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর