thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ওয়েলিংটনে ল্যাথামের রেকর্ড

২০১৭ জানুয়ারি ১৫ ০৯:৩০:৩৪
ওয়েলিংটনে ল্যাথামের রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক : ওয়েলিংটনের বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টে বেসিন রিজার্ভে ব্যাটসম্যানদের দাপটই বেশি চলছে। বাংলাদেশের ইনিংসে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরির পর এবার কিউইদের ইনিংসেও সেঞ্চুরি পেয়েছেন টম ল্যাথাম। শুধু তাই নয় ১৭৭ রানের ঝকঝকে ইনিংস খেলে রেকর্ড গড়লেন তিনি। নিউজিল্যান্ডের ওপেনার হিসেবে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়েন ল্যাথাম।

ওয়েলিংটনে টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৫৯৫ রানের পাহাড় গড়ে তোলে। কিউইদের সামনে বিশাল চ্যালেঞ্জ। দলের এমন প্রয়োজনের সময় দারুণ ব্যাটিং করেছেন স্বাগতিক ওপেনার ল্যাথাম। প্রায় ৮ ঘণ্টা ব্যাট করে ডাবল সেঞ্চুরির পথে হাঁটছিলেন তিনি। তবে ব্যক্তিগত ১৭৭ রানের মাথায় সাকিবের করা ১১১তম ওভারের পঞ্চম বলটি ঠিকমতো বুঝে উঠতে পারনেনি তিনি। বলের লাইন মিস করায় সরাসরি প্যাডে আঘাত হানলে এলবিডব্লিউর আবেদন করেন সাকিবরা। আম্পায়ার পল রেইফেলও আঙুল তুলে দিতে দেরি করেননি। এর ফলে শেষ হয় ল্যাথামের ৪৬২ মিনিটের লড়াকু ইনিংস।

বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের কোনো ওপেনারের এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এর আগে ১৯৮৭ সালে সাবেক ওপেনার জন রাইট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েলিংটনের এই মাঠে ১৩৭ রানের ইনিংস খেলে শীর্ষস্থানটি ধরে রেখেছিলেন।

(দ্য রিপোর্ট/এনপিএস/জানুয়ারি ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর