thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

৫৬ রানে লিড নিল বাংলাদেশ

২০১৭ জানুয়ারি ১৫ ০৯:৪৫:০৭
৫৬ রানে লিড নিল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক : ওয়েলিংটন টেস্টে ব্যাটসম্যানরা বাংলাদেশকে লড়াই করার পুঁজি এনে দেন ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৫৯৫ রানের বিশাল পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। রবিবার ৩ উইকেটে ২৯২ রান নিয়ে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড সব উইকটে হারিয়ে ৫৩৯ রান সংগ্রহ করে। ফলে বাংলাদেশ ৫৬ রানের লিড পেয়েছে।

শনিবার টেস্টের তৃতীয় দিন টাইগারদের দারুণ জবাব দেয় কিউইরা। রবিবার টেস্টের চতুর্থ দিনেও দারুণভাবেই খেলে চলছিল তারা। সকালে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বেশ সাবলীল ছিলেন ল্যাথাম ও নিকোলস। বেশ দৃঢ়তার সঙ্গেই খেলছিলেন এ দুজন। পরে নিকোলাসকে ফিরিয়ে এ জুটি ভাঙেন সাকিব। আউট হওয়ার আগে নিকোলাসের সংগ্রহ ৫৩ রান। আর তাদের জুটি থেকে দলে রান আসে ১৪২টি।

পরে কলিন ডি গ্র্যান্ডহোমকে (১৪) বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি শুভাশিস রায়। কিউই এ অলরাউন্ডারকে ইমরুল কায়েসের হাতে ক্যাচ বানিয়ে নিজের প্রথম টেস্ট উইকেটের স্বাদ নিয়েছেন অভিষিক্ত টাইগার পেসার।

অন্যদিকে ডাবল সেঞ্চুরির পথে হাঁটছিলেন ল্যাথাম। সেই সম্ভাবনার লাগাম টেনে ধরেন সাকিব। ল্যাথামকে ব্যক্তিগত ১৭৭ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টাইগার অলরাউন্ডার। ফেরার আগে ১৮ চার ও ১ ছয়ে ৩২৯ বলের ইনিংস সাজিয়েছেন কিউই ওপেনার।

এছাড়া দলের হয়ে বিজে ওয়াটলিং ৪৯ ও মিচেল স্যান্টনার ৭৩ রান করেন।

শনিবার ২৯২ রান তোলার পথে জিত রাভাল (২৭), কেন উইলিয়ামসন (৫৩), রস টেইলর (৪০) রানের অবদান রাখেন।

টাইগার বোলারদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন কামরুল ইসলারম রাব্বি এবং দুটি করে উইকেট তুলে নিয়েছেন সাকিব, মাহমুদউল্লাহ ও শুভাশিস। আর একটি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে ৫৯৫ রান সংগ্রহ ইনিংস ঘোষণা করে। এ বিশাল সংগ্রহের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের অভিজ্ঞ দুই খেলোয়াড় সাকিব আল হাসান (২১৭) ও মুশফিকুর রহিম (১৫৯)। সাকিব নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন আর মুশফিক করেছেন সেঞ্চুরি।

সংক্ষপ্তি স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ১৫২ ওভারে ৫৯৫/৮ ইনিংস ঘোষণা (তামিম ৫৬, ইমরুল ১, মুমিনুল ৬৪, মাহমুদউল্লাহ ২৬, সাকিব ২১৭, মুশফিক ১৫৯, সাব্বির ৫৪*, মিরাজ ০, তাসকিন ৩, রাব্বি ৬*; বোল্ট ২/১৩১, সাউদি ২/১৫৮, ডি গ্র্যান্ডহোম ০/৬৫, ওয়েগনার ৪/১৫১ স্যান্টনার ০/৬২, উইলিয়ামসন ০/২০)।

নিউজিল্যান্ড ইনিংস : ১৪৮.২ ওভারে ৫৩৯ (রাভাল ২৭, ল্যাথাম ১৭৭, উইলিয়ামসন ৫৩, টেইলর ৪০, নিকোলাস ৫৩, ওয়াটলিং ৪৯, স্যান্টনার ৭৩; রাব্বি ৩/৮৭, সাকিব ২/৭৮, মাহমুদউল্লাহ ২/১৫, তাসকিন ১/১৪১, শুভাশিস ২/৮৯)

(দ্য রিপোর্ট/এনপিএস/জানুয়ারি ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর