thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

নির্বাহী কর্মকর্তার ফোন ক্লোন করে প্রতারণা!

২০১৭ জানুয়ারি ১৫ ১১:০৫:৪৪
নির্বাহী কর্মকর্তার ফোন ক্লোন করে প্রতারণা!

যশোর অফিস : যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাআবদুস সালামের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর ক্লোন করে একটি সংঘবদ্ধ চক্র প্রতারণায় নেমেছে বলে অভিযোগ উঠেছে।

ক্লোন করানম্বর থেকে নির্বাহী কর্মকর্তা সেজে উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধির কাছে ফোন করে টাকা চাওয়া হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর (০১৭৪৭-৯৯০০১৮) ক্লোন করে একটি সংঘবদ্ধ চক্র। পরে শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে ফোন করে টিআর, কাবিখা-সংক্রান্ত বিভিন্ন বরাদ্দ-উপ বরাদ্দ দেওয়ার ভুয়া আশ্বাস দিয়ে অর্থ দাবি করে।
স্থানীয় চেয়ারম্যানদের ফোন নম্বরে কল দিয়ে বলা হচ্ছে, ‘আমি ইউএনও বলছি। আপনার নামে ৩০০ টন টিআর, কাবিখার বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে। এটা নিতে আপনি দ্রুত আমার নম্বরে (আরেকটি নম্বর) বিকাশ করে পাঁচ হাজার টাকা পাঠান।’
এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম। তিনি বলেন, কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত প্রশাসনকে অবহিত করবেন।

(দ্য রিপোর্ট/এইচ/এম/জানুয়ারি ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর