thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

যশোরে বাসের ধাক্কায় তিনজন নিহত

২০১৭ জানুয়ারি ১৫ ১৪:২২:১৫
যশোরে বাসের ধাক্কায় তিনজন নিহত

যশোর অফিস : জেলার যশোর-ঝিনাইদহ সড়কের শানতলায় বাসের ধাক্কায় লাভলু (৪০)ঘটনাস্থলে এবং ফরিদ (২৮) ও জাকির হোসেন (৩৫) নামে দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ দুর্ঘটনায়আরওসাতজন আহত হন।

রবিবার (১৫ জানুয়ারি)সকালে এদুর্ঘটনা ঘটে।

নিহতলাভলু ও জাকির আপন দুইভাই তারা চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের বদরুদ্দিন ঢালির ছেলেওফরিদএকই গ্রামের নূর ইসলামের ছেলে।

আহতরা হলেন, একই গ্রামের সাজিদুল ইসলাম (৩৮), আশরাফুল (৩৭), শওকত (৩০), উজ্জল (৩৮), হাশেম (৫১), সোহেল (৩৩) ও আসাদুল (৩০)।

স্থানীয়রা জানান, সকালে চৌগাছা থেকে ছেড়ে আসা একটি থ্রি-হুইলার ঝিনাইদহ-যশোর সড়কের সদর উপজেলার শানতলা পেপসি কোম্পানি এলাকায় পৌঁছালে চৌগাছাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে থ্রি-হুইলারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লাভলু এবং ঢাকায় নেওয়ার পথে ফরিদ ও জাকিরের মৃত্যু হয়। এ সময়আরওসাতজন আহত হয়।হতাহতরা সবাই থ্রি-হুইলারের যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে আশরাফুল,উজ্জল ও আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এইচ/জানুয়ারি ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর