thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

সফটওয়্যার ছাড়া পেনড্রাইভ ফরম্যাট করুন

২০১৭ জানুয়ারি ১৫ ১৪:৩০:৪২
সফটওয়্যার ছাড়া পেনড্রাইভ ফরম্যাট করুন

দ্য রিপোর্ট ডেস্ক : অনেক সময় স্বাভাবিকভাবে পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট হতে চায় না। ভাইরাস বা অন্য কোনো কারণে এমনটা হতে পারে। এ ক্ষেত্রে অনেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে ফরম্যাট করার চেষ্টা করেন। তবে কোনো সফটওয়্যার ছাড়াই পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট করা সম্ভব। এ জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কমান্ড প্রম্পট ব্যবহার করা যায়।

১. প্রথমে পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি কম্পিউটারে যুক্ত করুন। এরপর কমান্ড প্রম্পট চালু করতে স্টার্ট মেনুতে cmd লিখে এন্টার করুন।

২ . কমান্ড প্রম্পট চালু হলে diskpart লিখে এন্টার করতে হবে।

৩. এরপর টাইপ করুন list disk কমান্ড।

৪. আপনার ইউএসবি ডিস্কের নম্বর দিতে হবে। ডিস্ক নম্বর দিয়ে এন্টার দিতে হবে। যেমন Select Disk 1, যদি আপনার কাঙ্ক্ষিত ডিস্ক নম্বর 1 হয়।

৫. এরপর clean লিখে এন্টার করুন।

৬. create partition primary লিখে এন্টার দিতে হবে।

ব্যাস, হয়ে গেল। এখন My computer-এ ঢুকে পেনড্রাইভের যে ড্রাইভ লেটারটি দেখাবে তা ফরম্যাট করলে পেনড্রাইভের পুরো জায়গা দেখাবে।

(দ্য রিপোর্ট/আফ/এইচ/জানুয়ারি ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর