thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ডিএসইতে ৫ কার্যদিবসে ২৬৪ পয়েন্ট বৃদ্ধি

২০১৭ জানুয়ারি ১৫ ১৫:৪১:১৬
ডিএসইতে ৫ কার্যদিবসে ২৬৪ পয়েন্ট বৃদ্ধি

দ্য রিপোর্ট প্রতিবেদক : টানা ৫ কার্যদিবস ধরে উত্থানে রয়েছে শেয়ারবাজার। এ সময় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স ২৬৪.১০ পয়েন্ট বেড়েছে। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৯ জানুয়ারি থেকে শেয়ারবাজার টানা উত্থানে রয়েছে। যা রবিবারও (১৫ জানুয়ারি) অব্যাহত ছিল। এদিন ডিএসই’র সূচক বেড়েছে ৭৯.৯২ পয়েন্ট। এর মাধ্যমে সর্বশেষ ৫ কার্যদিবসে ২৬৪.১০ পয়েন্ট বেড়েছে। এর আগে গত ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত টানা ১০ কার্যদিবস উত্থান হয়েছিল। ওই সময় ২৫৮ পয়েন্ট বেড়েছিল। তবে ৮ জানুয়ারি ২৩.৫৫ পয়েন্ট পতনের মাধ্যমে দর সংশোধন হয়।

এদিকে ডিএসইএক্স যাত্রা শুরু করেছে ২০১৩ সালের ২৭ জানুয়ারি। যা চলতি বছরের ১২ জানুয়ারির লেনদেনে সূচকটি যাত্রার ৪ বছরের সর্বোচ্চ অবস্থানে উঠে যায়। ১৫ জানুয়ারির উত্থানে যার অবস্থান আরও শক্ত হয়েছে।

এদিন ডিএসইতে ১ হাজার ৬৫৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ১ হাজার ৪১৬ কোটি ৮৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৪২ কোটি ২৪ লাখ টাকা বা ১৭.১০ শতাংশ।

ডিএসইতে ৩২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৩টি বা ৬৪.৯৪ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আর ৯৯টি বা ৩০.১৮ শতাংশ কোম্পানির দর কমেছে এবং ১৬টি বা ৪.৮৮ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো’র শেয়ার। এদিন কোম্পানির ৯৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৪৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে এ্যাপোলো ইস্পাত।

লেনদেনে এরপর রয়েছে- বারাকা পাওয়ার, জিপিএইচ ইস্পাত, একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ বিল্ডিং সিষ্টেমস, অলিম্পিক এক্সেসরিজ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস ও একটিভ ফাইন কেমিক্যাল।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ১৫৭.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০১০৭.৪৭ পয়েন্টে। এদিন সিএসইতে ১০৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৭৪টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৮৯টি’র, কমেছে ৬৯টি’র এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টি’র।

(দ্য রিপোর্ট/আরএ/জানুয়ারি ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর