thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

এমারেল্ড অয়েলের মজুদ পণ্যের সত্যতা নেই

২০১৭ জানুয়ারি ১৫ ১৫:৪৩:০৫
এমারেল্ড অয়েলের মজুদ পণ্যের সত্যতা নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক : সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরের আর্থিক হিসাবে ৭২ কোটি ১৫ লাখ টাকার মজুদ পণ্য আছে বলে এমারেল্ড অয়েল কর্তৃপক্ষ তথ্য প্রকাশ করেছে। কিন্তু কোম্পানিটির নিরীক্ষক এই মজুদ পণ্যের কোন সত্যতা না পেয়ে আপত্তিকর মন্তব্য (কোয়ালিফাইড ওপিনিয়ন) করেছে।

রবিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

চালের কূড়া কেনার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ১৬ কোটি ৫৪ লাখ টাকা অগ্রিম প্রদান আছে বলে এমারেল্ড অয়েলের আর্থিক হিসাবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সত্যতা যাছাইয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হলেও নিরীক্ষক কোন সাড়া পায়নি। যাতে কোম্পানির অগ্রিম প্রদান তথ্য নিয়ে নিরীক্ষক সত্যতা যাছাই করতে না পেরে আপত্তিকর মন্তব্য করেছে।

এদিকে এমারেল্ড অয়েল বেসিক ব্যাংকের ঋণ পরিশোধে অক্ষম বলে নিরীক্ষক জানিয়েছে। একইসঙ্গে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ এমারেল্ড অয়েলের ঋণ সুবিধা বাতিল ও কোম্পানির এবং পরিচালকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

উল্লেখ্য রবিবার (১৫ জানুয়ারি) লেনদেন শেষে এমারেল্ড অয়েলের শেয়ার দর দাড়িয়েছে ৩৯.১০ টাকায়।

(দ্য রিপোর্ট/আরএ/জানুয়ারি ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর