thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৪ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

ডেফার্ড টেক্স গণনা করে না সমতা লেদার

২০১৭ জানুয়ারি ১৫ ১৭:০২:৫৫
ডেফার্ড টেক্স গণনা করে না সমতা লেদার

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ হিসাব মান (বিএএস)-১২ অনুযায়ি ডেফার্ড টেক্স গণনা প্রয়োজ্য হলেও সমতা লেদার কর্তৃপক্ষ তা করে না। কোম্পানিটি ২০১৫-১৬ অর্থবছরে ১৬ লাখ টাকার ডেফার্ড টেক্স গণনা না করায় নিরীক্ষক আপত্তিকর মন্তব্য (কোয়ালিফাইড ওপিনিয়ন) করেছে।

রবিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এদিকে কোম্পানি কর্তৃপক্ষ স্থায়ী সম্পদে পূনমূল্যায়নজনিত সারপ্লাসের উপর অবচয় চার্জ করে না। আর ২০১৫-১৬ অর্থবছরে ক্রয়কৃত সম্পদের উপর পূর্ণ অবচয় চার্জ করায় নিরীক্ষক আপত্তিকর মন্তব্য করেছে।

কোম্পানি কর্তৃপক্ষ লোকসানের পরিমাণ কম ও সম্পদের পরিমাণ বেশি দেখিয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে কোম্পানির ৫৬ লাখ টাকা লোকসান হলেও ৬ লাখ টাকা দেখানো হয়েছে। আর শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ০.৫৪ টাকার পরিবর্তে ০.০৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ ১৩.১৮ টাকার পরিবর্তে ১৪.৭৬ টাকা দেখানো হয়েছে।

সমতা লেদার রপ্তানিকারক কোম্পানি হলেও ২০১৫-১৬ অর্থবছরে কোন রপ্তানি করেনি ও প্রদান না করেও জমিবাবদ ১৮ লাখ টাকা অগ্রিম প্রদান হিসাবে দেখিয়েছে বলে নিরীক্ষক জানিয়েছে।

রবিবার লেনদেন শেষে সমতা লেদারের শেয়ার দর দাড়িয়েছে ৩১.৩০ টাকায়।

(দ্য রিপোর্ট/আরএ/জানুয়ারি ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর