thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

২১৭ রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড

২০১৭ জানুয়ারি ১৬ ০৮:৫৬:১১
২১৭ রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক : ওয়েলিংটনে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ দুরন্ত পারফরম্যান্স করলেও দ্বিতীয় ইনিংসে আবারও তারা ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬০ রান সংগ্রহ করতেই হারিয়ে বসেছে সব উইকেট। ফলে কিউইদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ২১৭ রান। তবে এই রান তাদের ৫৭ ওভারে করতে হবে।

এ প্রতিবেদনটি লেখা অব্দি কিউইদের সংগ্রহ ১৯ ওভারে ২ উইকেটে ৯১ রান। উইকেটে রয়েছেন অধিনায়ক কেন ‍উইলিয়ামসন এবং রস টেইলর।

ম্যাচের শেষ দিনে বাংলাদেশ ৩ উইকেটে ৬৬ রান নিয়ে মাঠে নামে। যতক্ষণ মাঠে টিকে থাকা যায়, এই লক্ষ্যই ছিল দলের। তবে এই লক্ষ্যে মোটেও সফল হতে পারেনি তারা। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা সাকিব এদিন শূন্য রানেই ফিরে গিয়েছেন সাজঘরে।

এরপর মুমিনুলও আশাব্যঞ্জক কোন ইনিংস খেলতে পারেননি। ২৩ রানে ফিরে গিয়েছেন। শুধুমাত্র সাব্বির এদিন হাফ সেঞ্চুরি করেন। তবে তিনিও ৫০ রান করেই পথ ধরেন প্যাভিলিয়নের। আর কোন ব্যাটসম্যানই উল্লেখযোগ্য রান করতে পারেননি।

মুশফিক উইকেটে কিছুটা ভালো সময় পার করার ইঙ্গিত দিলেও মাত্র ১৩ রানই আবারও রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গিয়েছেন। আগের দিনে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরা ইমরুল কায়েস এদিন মাঠে নামলেও তাকে সঙ্গ দেওয়ার কোন ব্যাটসম্যান শেষ অব্দি ছিল না। ফলে ১৬০ রানেই অলআউট হয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলকে।

কিউইদের হয়ে ট্রেন্ট বোল্ট ৩টি এবং মিচেল স্যান্টনার ও নিল ওয়েগনার ২টি করে উইকেট নিয়েছেন। আর টিম সাউদি নিয়েছেন একটি উইকেট।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৮ উইকেটে ৫৯৫ রানের জবাবে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ৫৩৯ রানে।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/জানুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর