thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

বাংলাদেশের ফেসবুকে মাচাও অ্যাপ

২০১৭ জানুয়ারি ১৬ ১১:৩০:৩০
বাংলাদেশের ফেসবুকে মাচাও অ্যাপ

দ্য রিপোর্ট ডেস্ক : ক্রিকেট খেলার শুধু বেসিক ইনফরমেশন টাইপ করলেন। এরপর স্বয়ংক্রিয়ভাবে একের পর এক ইনফরমেশন আসতে থাকল ওই খেলা সম্পর্কে। এমন হলে কেমন হয়, নিশ্চয়ই খুব ভালো। এমনই এক স্বয়ংক্রিয় ক্রিকেট খেলার খবরের অ্যাপ মাচাও (Machaao) ফেসবুক বোট।

মাচাও হচ্ছে এক ধরনের স্বয়ংক্রিয় মেসেঞ্জার বোট। যার ফলে খুব সহজে বল টু বল হিসেবে চোখের সামনে ভাসতে থাকবে।

২০১৫ সালে সৈয়দ আসিফ ইকবাল তার দুই বন্ধুকে নিয়ে প্রাথমিকভাবে বানিয়ে ফেলেন এই যুগান্তকারী অ্যাপস। যা আপনার ক্রিকেট খেলার খবর জানার ধারণাই পাল্টে দেবে। সম্প্রতি মাচাও অ্যাপ ফেসবুকের স্টার্ট প্রোগ্রামে যুক্ত হয়েছে। ফলে ফেসবুকের মেসেঞ্জারে মাচাও অ্যাপটি ইন্সস্টল করে ব্যবহার করা যাবে।

অ্যাপটি পেতে ফেসবুকে মেসেঞ্জারে গিয়ে সার্চ করুন Machaao লিখে ক্লিক করুন।

(দ্য রিপোর্ট/আফ/জানুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর