thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

কাহার আকন্দকে চুক্তিতে অতিরিক্ত ডিআইজি নিয়োগ

২০১৭ জানুয়ারি ১৬ ১৩:৫১:৫৮
কাহার আকন্দকে চুক্তিতে অতিরিক্ত ডিআইজি নিয়োগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : আলোচিত পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দকে চুক্তিতে এক বছরের জন্য পুলিশের অতিরিক্ত ডিআইজি নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

কাহার আকন্দ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার (এসপি) হিসেবে চুক্তিতে নিয়োজিত ছিলেন। গত ১১ জানুয়ারি তার চুক্তির মেয়াদ শেষ হয়।

নতুন চুক্তিভিত্তিক নিয়োগ ১২ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

কাহার আকন্দ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার মামলারও তদন্ত কর্মকর্তা ছিলেন তিনি।

বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্তের দায়িত্বেও রয়েছেন কাহার আকন্দ।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কাছে ছিনতাইকারীদের হাতে নিহত যুগ্ম-সচিব নিকুঞ্জ বিহারী নাথ হত্যা মামলা, মতিঝিলে ছিনতাইকারীর গুলিতে নিহত সার্জেন্ট আহাদ মামলারও তদন্তের দায়িত্ব পালন করেছেন এ কর্মকর্তা।

বিগত চারদলীয় জোট সরকার তাকে চাকরিচ্যুত করে। আদালতের মাধ্যমে ৭ বছর পর ২০০৯ সালের ২৮ জানুয়ারি তিনি চাকরি ফিরে পান। তবে একদিন পর ২৯ জানুয়ারি তাকে যেতে হয় অবসরে। পরে ওই বছরের ১৯ ফেব্রুয়ারি দুই বছরের চুক্তিতে নিযোগ পান তিনি। পরে তার চুক্তির মেয়াদ আরও কয়েক দফা বাড়ানো হয়।

(দ্য রিপোর্ট/আরএমএম/এস/এআরই/এনআই/জানুয়ারি ১৬, ২০১৭)

M

M

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর