thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

এবার গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযান

২০১৭ জানুয়ারি ১৬ ১৮:০১:২৩
এবার গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযান

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গুলিস্তান এলাকা থেকে হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পুলিশের সহায়তায় সোমবার (১৬ জানুয়ারি)দুপুরে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট নজমুস শোয়েব।

অভিযান প্রসঙ্গে নজমুস শোয়েব সাংবাদিকদের বলেছেন, ‘মেয়রের নির্দেশে গুলিস্তান-মতিঝিল এলাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদ কাজ শুরু হয়েছে। আজ (সোমবার) দ্বিতীয় দিন। এ অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে, রবিবার মতিঝিলে হকার উচ্ছেদ করার প্রতিবাদে হকার নেতারা সোমবার সকালে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে। তবে এ তাদেরকে এ অবস্থান কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। যে কারণে হকার নেতাদের একটি প্রতিনিধি দল মেয়রের সঙ্গে আলোচনা করতে নগর ভবনে যায় ও স্মারকলিপি দেয়। তারা মেয়রের সঙ্গে বৈঠক করেন। এ সময় অন্যান্য হকার নেতা-কর্মীরা এনেক্স টাওয়ার মোড়ে অবস্থান নেয়।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতাদের সঙ্গে সোমবার এক বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন বলেছেন, ‘যে কোনো মূল্যে ফুটপাত দখলমুক্ত রাখা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ প্রতিরোধ সৃষ্টি করলে প্রতিহত করা হবে। গুলিস্তানসহ আশেপাশের এলাকা হকারমুক্ত করার পর পরিবহন চলাচলে শৃঙ্খলা আনার চেষ্টা করা হবে।’

বৈঠক শেষে হকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হাশিম কবির সাংবাদিকদের বলেছেন, ‘মেয়রের কথায় আমরা সন্তুষ্ট নই। সাধারণ সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে আইনি লড়াই করা হবে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/জেডটি/জানুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর