thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্যান চালকের কারাদণ্ড

২০১৭ জানুয়ারি ১৬ ১৯:১৩:৪০
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্যান চালকের কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে নাসির (৩৫) নামের এক ভ্যান চালকের এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নাসির উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের তৈয়ব আলীর ছেলে।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় দণ্ডপ্রাপ্ত ভ্যান চালক নাসিরকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে রবিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের বিচারক এই রায় দেন।

পার্বতীপুর মডেল থানার ওসি মোস্তাক আহমেদ জানান, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দূর্গপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে রুবিনা খাতুন (১৮) রবিবার বিকেলে ভবানীপুর ডিগ্রী কলেজ থেকে ভ্যানে করে বাড়ী ফিরছিল। পথে রুবিনাকে একা পেয়ে একই গ্রামের তৈয়ব আলীর ছেলে ভ্যান চালক নাসির শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় গ্রামবাসী ভ্যান চালক নাসিরকে ধরে মারধর করে পার্বতীপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে শ্লীলতাহানির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/জানুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর