thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

রাজধানীতে আবাসিক হোটেলে লাশ উদ্ধার

২০১৭ জানুয়ারি ১৭ ০৯:৩০:১৫
রাজধানীতে আবাসিক হোটেলে লাশ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও পূর্ব তেজকুনি পাড়া রয়েল গ্র্যান্ড নামের একটি আবাসিক হোটেল থেকে মীর হোসেন (৪৯) নামের একজনের লাশ উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আরম জানান, তার জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে তার পিতার নাম মিয়াজান মণ্ডল। ৫৮/৩ শেরে বাংলা রোড, জিগাতলা, ধানমণ্ডি।

তিনি আরও বলেন, হোটেলের রেজিস্ট্রেশন অনুযায়ী জানা যায়, গত রবিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় তিনি পূর্ব তেজকুনি পাড়া হোটেল রয়েল গ্র্যান্ডের ৫তলার ৫০৯ নং কক্ষে উঠেন। সোমবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত তার বোন কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে রাত আড়াইটার দিকে দরজা ভেঙ্গে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

(দ্য রিপোর্ট/আরএস/এআরই/এনআই/জানুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর