thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

চুল রিবন্ডিংয়ে ক্ষতির প্রভাব

২০১৭ জানুয়ারি ১৭ ১২:৫৮:১০
চুল রিবন্ডিংয়ে ক্ষতির প্রভাব

দ্য রিপোর্ট ডেস্ক : এ যুগের বেশিরভাগই তরুণীই সোজা চুল খুবই পছন্দ করেন। কারণ সোজা চুল মানেই আঁচড়ানোর ঝামেলা থেকে মুক্তি। আর তাই আঁকাবাঁকা ও কোঁকড়া টাইপের যেকোনো ধরনের চুলকে আধুনিক পদ্ধতিতে কৃত্রিম উপায়ে রিবন্ডিংয়ের মাধ্যমে সোজা করা হয়। কোনটির মেয়াদ ১ বছর, কোনটির মেয়াদ ৬ মাস, আবার কোনটির কয়েক ঘন্টার জন্য করা হয়। কিন্তু চুল রিবন্ডিংয়ের যে পার্শ্বপ্রতিক্রিয়া আছে সেটা অনেকেরই কাছে জানা নেই।

রিবন্ডিংয়ে যা যা ক্ষতি হয় তা জেনে নেই-

১. রিবন্ডিংয়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ক্ষতি হচ্ছে এটি মাথার ত্বকে ক্যান্সারের সৃষ্টি করতে পারে। কারণ রিবন্ডিং করার কিটে এমন একটি উপাদান ব্যবহৃত হয় যেটি মাথার ত্বকে বিশেষভাবে ক্ষতিকর।

২. রিবন্ডিংয়ে ব্যবহৃত কেমিক্যাল চুলের গোড়া নরম করে দেয়। ফলে বেশিরভাগ চুল পড়ার সম্ভাবনা থাকে।

৩. চুলে হিট দেওয়ার কারণে মাথার ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

৪. রিবন্ডিং করার ফলে মাথায় চুলকানি ও খুশকি হতে পারে। তবে কারও যদি এলার্জি থেকে থাকে।

৫. রিবন্ডিং করার প্রথম ১ মাস পর্যন্ত চুল বাধা যাবে না। যদি চুল বাধেন তাহলে চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

৬. অতিরিক্ত হিট কিংবা কেমিক্যাল বেশি হলে প্রচুর পরিমাণে চুল পড়বে। এমনকি টাকও হওয়ার সম্ভাবনা থাকে।

৭. রিবন্ডিং করা চুলে নিয়মিত যত্ন না নিলে চুল রুক্ষ হয়ে যায় এবং পরে ঝরে পড়তে শুরু করে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এআরই/এনআই/জানুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর