thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

অপেরার নতুন ব্রাউজার ‘অপেরা নিওন’

২০১৭ জানুয়ারি ১৭ ১৩:১৬:১০
অপেরার নতুন ব্রাউজার ‘অপেরা নিওন’

দ্য রিপোর্ট ডেস্ক : এবার অপেরা পরীক্ষামূলকভাবে তাদের নিজেদের নতুন ব্রাউজার ‘অপেরা নিওন’ চালু করেছে। ম্যাক আর উইন্ডোজে নতুন এই ব্রাউজার ব্যবহার করা যাবে।

জানা যায়, নতুন এ ব্রাউজারে নেই কোনো টাস্ক বার, সেই সঙ্গে নেই হোম বারও। তবে নির্মাতারা ইউআরএল বার ঠিক রেখেছেন বলে জানা গেছে। ‘অপেরা নিওন’-এ ট্যাবের বদলে ডানদিকে গোল বাবল থাকছে। এটি স্বয়ংক্রিয়ভাবে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করবে আর সেই সঙ্গে নতুন ট্যাবকে পেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবে। বামদিকে সাইডবারে থাকছে অডিও আর ভিডিও-এর প্লেব্যাক কনট্রোলের ফিচারগুলো থাকবে। একই সাইডবারে রয়েছে স্ক্রিনশটিং টুল আর সদ্য ডাউনলোডিংয়ের অপশন। তবে অপেরা দাবি করেছে, এটি ‘ধারণাভিত্তিক’ এক ব্রাউজার আর তাই এটি মূল অপেরা ব্রাউজারের প্রতিস্থাপক নয় কখনো। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের দেওয়া এক ঘোষণায় এই ব্রাউজারে আরও কিছু নতুন ফিচার যোগের কথাও তুলে ধরেছেন।

(দ্য রিপোর্ট/আফ/এম/জানুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর