thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

মাদারীপুরে ভবন সংকটে ব্যহত শিক্ষা কার্যক্রম

২০১৭ জানুয়ারি ১৭ ১৩:৩১:১৩
মাদারীপুরে ভবন সংকটে ব্যহত শিক্ষা কার্যক্রম

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন সংকটে ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ৪ বছর ধরে টিনশেড ঘরে ক্লাস চললেও ব্যবস্থা নিচ্ছেনা শিক্ষা বিভাগ।

বিদ্যালয়ের শিক্ষকরা জানায়, একাধিকবার শিক্ষা কর্মকর্তার কাছে জানালেও আশ্বাস ছাড়া কিছুই পাওয়া যায়নি।

উল্লেখ্য, মাদারীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের শকুনী মৌজায় অবস্থিত পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ২৩ বছরের মাথায় ২০১৩ সালে এমপিওভুক্ত হয় এটি। বর্তমানে বিদ্যালয়টিতে ৪শ’ ৪০ জন শিক্ষার্থী লেখাপড়া করে। কিন্তু ৪ বছর আগে বিদ্যালয়ের ভবন প্রশাসন ঝুঁকিপূর্ণ ঘোষণা করলে বিদ্যালয় কর্তৃপক্ষ সেটাকে ভেঙ্গে ফেলে। এরপর একই স্থানে টিনশেড ঘরের একটি ক্লাসরুম হয়েছে। সেখানে একাধিক শ্রেণির ক্লাস বাধ্য হয়ে নিচ্ছে শিক্ষকরা। দীর্ঘদিন ধরে টিনের ঘরে পাঠদান চলায় ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও।

বিদ্যালয়েরর ৫ম শ্রেণির শিক্ষার্থী শাওন ভৌমিক জানান, বৃষ্টির দিনে আমাদের বইখাতা ভিজে যায়। আমরা ঠিকমত পড়ালেখা করতে পারি না। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের কোমলমতি শিশুদের কথা চিন্তা করে দ্রুত যেন বিদ্যালয়ের একটি সুন্দর ভবন করে দেন।

পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বাচ্চু দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভবন সংকটের এই করুণ অবস্থা সদর উপজেলা ও জেলা শিক্ষা অফিসে একাধিকবার জানালেও সমাধান মেলেনি। এতে দিনদিন কমছে শিক্ষার্থীর সংখ্যা।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আলীম দ্য রিপোর্টকে জানান, ভবন সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই সমস্যা সমাধান হবে বলে আশা রাখি।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এআরই/এনআই/জানুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর