thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

ফুটবলকে বিদায় জানালেন ফন গাল

২০১৭ জানুয়ারি ১৭ ১৪:৪৪:৫৬
ফুটবলকে বিদায় জানালেন ফন গাল

দ্য রিপোর্ট ডেস্ক : পেশাদার কোচ হিসেবে ফুটবলে পার করেছেন দীর্ঘ একটা সময়। ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও নেদারল্যান্ডের মতো সেরা ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর সফলও হয়েছেন স্পেন, ইংল্যান্ড ও জার্মানির এই ক্লাবগুলোর হয়ে। নেদারল্যান্ডের এই সাবেক কোচ লুই ফন গাল দীর্ঘ ২৬ বছরের কোচিং ক্যারিয়ারের ইতি টানলেন।

গত বছর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হন ফন গাল। এরপর থেকেই তিনি ছিলেন আলোচনার বাইরে। সেই তিনিই সোমবার কোচিং ক্যারিয়ারকে বিদায় জানিয়ে দিলেন।

সোমবার ৬৫ বছর বয়সি ফন গাল ডাচ সরকার কর্তৃক আজীবন সম্মাননা পেয়েছেন। এরপর তিনি বলেন, ‘গত বছর আমি সরে যাওয়ার কথা বলেছিলাম, তবে সে সময় আমি আসলে বিশ্রামের কথা বলেছি। বিশ্বাস করি ফুটবলে আমি আর কখনও ফেরত আসবো না। এর বড় একটি কারণ হচ্ছে আমার পরিবার। ইতিমধ্যে আমার পরিবারে অনেক কিছু ঘটে গেছে।’

সম্প্রতি ফন গালের জামাতা মারা গিয়েছেন। আর তিনি নিজেও ম্যানইউ বরখাস্ত হয়েছেন; সবকিছু মিলিয়েই এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনপিএস/জানুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর