thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

শঙ্কামুক্ত নন ইমরুলও

২০১৭ জানুয়ারি ১৭ ১৫:১৩:২৪
শঙ্কামুক্ত নন ইমরুলও

দ্য রিপোর্ট ডেস্ক : নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ শিবিরে চোটের প্রকোপ চলছে। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের চোটের সঙ্গে যুক্ত হয়েছ ইমরুল কায়েসের চোটও। ক্রাইস্টচার্চ বিমান বন্দরে পৌঁছে ইমরুল কায়েস জানান, তিনি এখনো সবকিছু নিশ্চিত নন।

ইমরুল বলেন, ‘আমি এখনও সবকিছু নিশ্চিত না। ক্রাইস্টচার্চে আমাকে ডাক্তার দেখানোর কথা রয়েছে। আরও একদু’দিন না গেলে বলতে পারবো না আমি খেলতে পারবো কিনা। যদি খেলতে না পারি তাহলে খুব মিস করবো। কারণ ক্রাইস্টচার্চ আমার প্রিয় একটি ভেন্যু। এখানকার উইকেটে আমি ভালো খেলি। আগেও ভালো খেলেছি। যদি খেলতে না পারি, যদি মিস করি একটি টেস্ট, তাতে খুব খারাপ লাগবে আমার। দেখা যাক কী হয়।’

প্রথম টেস্ট প্রসঙ্গে ইমরুল বলেন, ‘ওয়েলিংটন টেস্টের প্রথম চারদিনই আমরা ভালো খেলেছি। শেষ দিনে কিছু ভুলের কারণে ম্যাচটি হেরেছি। এরপরও ক্রাইস্টচার্চের টেস্ট নিয়ে আমরা আশাবাদী। কারণ আমাদের ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছেন। বোলাররাও ভালো করছেন। ক্রাইস্টচার্চের উইকেট হয়তো ভিন্ন হবে। এরপরও আমরা আশা করছি দলের সদস্যরা এরসঙ্গে মানিয়ে করে নেবেন এবং ভালো খেলবেন।’

এছাড়া ইমরুল আরও বলেন, ‘এই মুহূর্তে নিজের জন্যে আমার খুব খারাপ লাগছে। কারণ চোটের কারণে টেস্ট আমি ভালো খেলতে পারিনি। আমি একটু ভালো ব্যাট করতে পারলে তা দলের জন্যে ভালো হতো।’

(দ্য রিপোর্ট/এনপিএস/জানুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর