thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

নানা ছাড়ে ক্রেতা টানছে প্রাণ

২০১৭ জানুয়ারি ১৭ ১৭:৩৬:০৫
নানা ছাড়ে ক্রেতা টানছে প্রাণ

জোসনা জামান, দ্য রিপোর্ট : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নানা রকম ছাড় দিয়ে ব্যাপক ক্রেতা টানছে প্রাণ। প্রতিদিন মেলায় আসা মানুষের ভিড় বাড়ছে প্রাণের প্যাভেলিয়নে। মঙ্গলবার মেলায় গিয়ে দেখা যায় এ চিত্র। অন্যদিকে কোম্পানি সংশ্লিষ্টরাও খুশি। তারা বলছে আশানুরুপ সাড়া মিলছে।

বাণিজ্য মেলায় ৪ হাজারের বেশি পণ্য নিয়ে এসেছে প্রাণ। এগুলোর মধ্যে ফ্রোজেন, চিকেন বিরিয়ানি যেটার দাম বাজারে ১৬০ টাকায় মেলায় ১০ শতাংশ ছাড় দিয়ে নেওয়া হচ্ছে ১২০ টাকা। বার্গার পেটি বাজারে ১৪৫ টাকা মেলায় ১২০ টাকা। নার্গেট বাজারে ১৬০ টাকা মেলায় ১৩০ টাকা। মিটবল বাজারে ১৬০ টাকা মেলায় দাম ১৪০ টাকা। সমুচা বা সিংগারা ৯০ টাকা কিন্তু মেলায় ৭০ টাকা।

এছাড়া অলটাইম বিস্কুট বাজারে ৪৩৫ টাকার প্যাকেট মেলায় মেগা অফার দিয়ে ৩০০ টাকা। বিসক্লাব বিস্কুট বাজারে ৬৮০ টাকা মেলায় জাম্বু অফার দিয়ে ৫০০ টাকা। কুকি বিস্কুট বাজারে ৩৪৫ টাকা মেলায় ২৫০ টাকা। ফান টাইম বিস্কুট বাজারে ২৪৫ টাকা মেলায় ১৫০ টাকা। বিসসু টাইম বিস্কুট বাজারে ১৮৫ টাকা মেলায় ১৫০ টাকা।

মেলায় প্রাণের সব ধরনের জেলি ও আচারে ১০ শতাংশ ছাড় দিয়েছে। এ ছাড়া প্রাণের নুডুলসে ৩৬টা ফ্যামিলি প্যাক বাজারে ৬৫০ টাকা মেলায় ৫৫০ টাকা এবং সাথে আর এফ এল এর ১৫ লিটার বালতি ফ্রি। প্রাণের সস বক্স বাজারে ৩৭০ টাকা মেলায় ৩০০ টাকা ও অন্যান্য সসে ১০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। সানফ্লাওয়ার অয়েল বাজারে ১১৫০ টাকা মেলায় ১ হাজার টাকা এবং ৩০ লিটার আরএফএলএর বালতি ফ্রি। রাইস ব্রান্ড অয়েল ৫ লিটার বাজারে ৬২০ টাকা মেলায় ৫০০ টাকা।

মেলায় প্রাণ জুস হাফ লিটার দুটো কিনলে দুটো ফ্রি। জয় ফ্রুটিস দুটো কিনলে দুটো ফ্রি। ল্যাটিনা দুটো কিনলে দুটো ফ্রি। মিল্ক ম্যান বাজারে ১৬০ টাকা মেলায় ১০০ টাকা। ২০০ টাকার কেকে একটা বাটি ফ্রি। মেলায় দুধে ১০ শতাংশ ছাড় দিয়ে ১ লিটার দুধ ৮০ টাকা। এক কেজি গুঁরো দুধ বাজারে ৪৯০ টাকা মেলায় ৪৪০ টাকা।

এ বিষয়ে প্রাণের এটিএসএম কামরুল হাসান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা খুশি। মেলায় ছাড় দেওয়ার কারণে সাধারণ মানুষ উৎসাহ নিয়ে প্যাভিলিয়নে আসছেন, কিনছেন এবং খুশি মনে বাড়ি ফিরছেন। কিছুটা কম দামে মানসম্মত পণ্য তুলে দিতে পারছি বলেই আমরাও আনন্দিত।

(দ্য রিপোর্ট/জেজে/এপি/জানুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর