thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

সাইফ পাওয়ারটেকের রাইট অনুমোদন

২০১৭ জানুয়ারি ১৭ ১৭:৩৮:১৯
সাইফ পাওয়ারটেকের রাইট অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের জন্য সাইফ পাওয়ারটেকের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ৫৯৫তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোঃ সাইফুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সাইফ পাওয়ারটেক ১টি সাধারন শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৭৪ কোটি ৪৪ লাখ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটি এ লক্ষে প্রতিটি ১৫ টাকা দরে ১১ কোটি ৬৩ লাখ শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত টাকা দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ ও ব্যবসায় সম্প্রসারণের কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য ২০১৬ সালের নিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ি, সাইফ পাওয়ারটেকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৩৮ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ২৩.২২ টাকা।

সাইফ পাওয়ারটেকের রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টম্যান্ট।

(দ্য রিপোর্ট/আরএ/জানুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর