thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

র‌্যাঙ্কিং অবনতির শঙ্কা বাংলাদেশের সামনে

২০১৭ জানুয়ারি ১৭ ১৭:৫১:২৬
র‌্যাঙ্কিং অবনতির শঙ্কা বাংলাদেশের সামনে

দ্য রিপোর্ট ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আসিসি) ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে। তবে, চলমান অস্ট্রেলিয়া-পাকিস্তানের সিরিজকে সামনে রেখে র‌্যাঙ্কিংয়ের এই অবস্থান থেকে অবনতির আশঙ্কা দেখা দিয়েছে টাইগারদের সামনে।

আগামী ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সিরিজের তৃতীয় ওয়ানডেতে যদি জয় তুলে নেয় পাকিস্তান, তবে তাতেই তারা টপকে যাবে টেবিলে ৭-এ থাকা বাংলাদেশকে। অর্থাৎ জয় তুলে নিতে পারলে পাকিস্তানের রেটিং পয়েন্ট হবে ৯২। বর্তমানে যেখানে তাদের পয়েন্ট রয়েছে ৯০। আর বাংলাদেশের পয়েন্ট ৯১।

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গেল রবিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের সঙ্গে রেটিং ব্যবধান কমিয়ে এনেছিল পাকিস্তান।

এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি ওয়ানডে সিরিজে ৩-০ তে হারার ফলে ৪ রেটিং পয়েন্ট কমে গেছে বাংলাদেশের।

(দ্য রিপোর্ট/এজে/জানুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর