thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

অষ্টম আইসিবি ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

২০১৭ জানুয়ারি ১৭ ১৮:৩০:০৫
অষ্টম আইসিবি ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : সংশোধনীসহ অষ্টম আইসিবি ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ৫৯৫তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ফান্ডটি মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরিত হয়েছে। এ কারণে কনভারসন গাইডলাইন অনুসরণ করতে হয়। ফলে প্রসপেক্টাসে সংশোধনী আনা লাগে। ফান্ডটি লক্ষ্যমাত্র ৪০ কোটি টাকা।

বে-মেয়াদিতে রূপান্তরের আগে ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে ছিল আইসিবি। তবে এখন এ দায়িত্বে রয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজম্যান্ট কোম্পানি। আর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে আইসিবি।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/জানুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর