thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

২০১৭ জানুয়ারি ১৭ ২২:০২:৫৮
ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর তুরাগের ১৮ নং সেক্টরের পঞ্চবটি এলাকায় নির্মাণাধীন ভবনেরর ১০তলা থেকে পড়ে হাফিজুর রহমান (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি)বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মৃত হাফিজ কুড়িগ্রাম জেলার কচাকাটা উপজেলার কালারচর গ্রামের সবুর আলির ছেলে।

হাফিজের চাচা সোলেমান মিয়া জানান, হাফিজ ওই ভবনে রড মিস্ত্রির কাজ করতো এবং সেখানেই থাকতো। আজ (সোমবার) বিকেলে নির্মাণাধীন ১০তলা ভবনের ছাদে কাজ করার সময় সে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা বাংলাদেশ মেডিকেল নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য হাফিজুর রহমানের মরদেহ মর্গে রাখা হয়েছে।

দ্য রিপোর্ট/আরএস/জেডটি/এনআই/জানুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর