thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

গেইনারের শীর্ষে ন্যাশনাল পলিমার

২০১৭ জানুয়ারি ১৮ ১৫:৩৮:০৫
গেইনারের শীর্ষে ন্যাশনাল পলিমার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারের (১৮ জানুয়ারি) লেনদেনে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ। এদিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯.৯৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ন্যাশনাল পলিমারের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৮১.২ টাকা। বুধবার লেনদেন শেষে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৮৯.৩ টাকায়। এ দিন কোম্পানির শেয়ার ৮১.৮ টাকা থেকে ৮৯.৩ টাকায় লেনদেন হয়।

টপ টেন গেইনারের অপর ইস্যুগুলোর মধ্যে- আরএকে সিরামিকসের ৯.১৫ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৮.৪০ শতাংশ, আইসিবির ৭.৪৮ শতাংশ, ম্যারিকো বাংলাদেশের ৬.২৩ শতাংশ, রূপালি লাইফ ইন্স্যুরেন্সের ৪.৪৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৪.৩৮ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৪.২৪ শতাংশ, ড্রাগণ সোয়েটারের ৪.১৭ শতাংশ ও এশিয়া ইন্স্যুরেন্সের ৪.০৭ শতাংশ দাম বেড়েছে।

দাম বাড়ার এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।

(দ্য রিপোর্ট/আরএ/এপি/জানুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর