thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

খুলনায় পাটগুদামে আগুন, ৫০ ঘর ভস্মীভূত

২০১৭ জানুয়ারি ১৮ ১৮:০৮:৫৮
খুলনায় পাটগুদামে আগুন, ৫০ ঘর ভস্মীভূত

খুলনা ব্যুরো : খুলনার আড়ংঘাটা থানাধীন একটি পাটগুদামে আগুন লেগে বিপুল পরিমাণ পাটের সাট এবং আশপাশের ৫০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে আগুন লাগে। পরে দমকল কর্মীদের আাড়াইঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, খুলনা–শাহপুর সড়কের পাশে একটি পাট গুদাম ভাড়া নিয়ে সেলিম জুট ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান জুট পাটের সাট মজুত করে বেল তৈরি করতো। বুধবার দুপুরে গুদামের শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ করে আগুন লেগে যায়। পরে দৌলতপুর, খালিশপুর ও বয়রা দমকল বিভাগের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াইঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রেণ আনে। আগুন ছড়িয়ে গিয়ে ঘনবসতিপূর্ণ এলাকার ৫০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে পাট গুদামের আগুন লাগার খবর শুনে প্রতিষ্ঠানটির মালিক শেখ সেলিম অচেতন হয়ে পড়েন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/জানুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর